You may know how to drive, but you need someone to show you where to drive. so thats what "IT Training 4U" is. there are lots of resources in the Internet, but you need proper guidance. I came to USA last year, & could not find any better job, I was working in a factory. I went back to Bangladesh for few months and did web development course there. Tareq vai, Shabbir vai, Alam vai they were so helpful, now I am working as web developer in EZ Metrology, MI, USA. I am grateful to them.
আমি সাকিব আহমেদ, গত এপ্রিল মাস থেকে "IT Training 4U" Institute -তে Web Developing কোর্সে ভর্তি হই। এই প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়ার পেছনে মূল কারণ ছিল আমার র্দীঘ দিনের Web Developing কাজটি শেখার আগ্রহ এবং সিলেট শহরে এটিই একমাত্র সরাসরি Web Developing কাজের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান। যেখানে ছাত্র-ছাত্রীদের অত্যন্ত দক্ষ ট্রেইনারদের মাধ্যমে প্র্যাক্টিকালি প্রতিটি বিষয় এবং প্রোগ্রাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া হয়। পাশাপাশি রয়েছে প্রতিটি কাজের জন্য বিস্তারিত আলোচনা ও প্রতিদিনের Problem Solution। এছাড়াও কোর্স শেষে রয়েছে বাছাইকৃত শিক্ষার্থীদের জন্য ইর্ন্টানীশিপের ব্যবস্থা যেখানে live project -এ কাজ করার মাধ্যমে নিজেকে আরো দক্ষ করে তোলা সম্ভব হয়। প্রতিষ্ঠানটিতে আরোও রয়েছে আধুনিক ল্যাব এবং সুসজ্জিত শিখন পরিবেশ। সর্বপরি বর্তমান আধুনিক প্রতিযোগীতামূলক বাজারে ভবিষ্যতের একজন দক্ষ Web Developer হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য "IT Training 4U" Institute এর বিকল্প নেই।
Higher education enriched our knowledge, but professional training enriched our job skills. if you want be success in our professional carrier than you have to be skilled in professional level. That's why so-called educational system in our country is not enough for enrich our professional skill to be best in profession. you have to be well trained in profesional skill for a successful career. that's why i have to admire it that "IT Training 4U" Sylhet is the best reputed and trusted institution of freelancing, proffesional training and IT training. The trainers are experienced, knowledgeable and very helpful. And the environment of this institute is very comfortable and reliable. In my view this institution is one of the best IT training in Sylhet.
পরিবর্তন মানুষের জীবনে প্রয়োজন। তবে তা হতে তবে সঠিক পরিবর্তন। আর সে জন্য প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। আমার জীবনের সফলতার সঠিক নির্দেশক সিলেট আইটি ট্রেনিং ফর ইউ। স্যারদের অক্লান্ত পরিশ্রমে আজ আমি সালেহ সফটওয়্যার সলিউশন এ ইন্টার্নি করছি। সালেহ সফটওয়্যার সলিউশন এ ইন্টার্নি করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।