Banner Left

ইঞ্জিঃ রেহসালেহ সলক, ISP®, CSPO®, CSM®, AgilePM®

এমএসসি ইন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস,
মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, সিলেট।

বিএসসি (ইঞ্জিঃ) ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
পরিচালক
IT Training 4U
Salah Software
সুদীর্ঘ ১৭ বছরের বেশী সময় ধরে আইটি ক্ষেত্রে সফলভাবে কাজ করে ফ্রিলান্সিং এবং আউটসোর্সিংয়ে একের অধিক এ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান “আইটি ট্রেনিং ফর ইউ”। আমাদের পরিচালক দেশে এবং বিদেশের অনেক আইটি কোম্পানি এবং ব্যক্তিপর্যায়ের ক্লায়েন্টদের জন্য Development Team Lead, Technical Team Lead, Project Consultant, Project Manager এবং CTO পজিশনে রিমোট/ফ্রিলান্সিং এর মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করেছেন।

ভর্তি চলছে!! ভর্তি চলছে!!

ট্রেনিং + জব প্লেসমেন্ট সাপোর্ট ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি চলছে!!

আইটি ক্ষেত্রে চাকুরীর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে আমরা জব প্লেসমেন্ট সাপোর্টসহ নতুন ট্রেনিং প্রোগ্রাম চালু করেছি।

এই প্রোগ্রামের মাধ্যমে যারা ট্রেনিংয়ে অংশ নিবেন তাঁদেরকে জব প্লেসমেন্টের জন্য পুরোপুরি রেডি করে স্কিল অনুযায়ী বিভিন্ন কোম্পানিতে যোগদানে শুরু থেকে জব পাওয়া অবধি সহযোগিতা করা হবে।

ট্রেনিং প্রোগ্রামের বিস্তারিতঃ

  • ট্রেনিং মেয়াদ ৬ মাস
  • নিজস্ব কম্পিউটার থাকতে হবে
  • আপনাকে অবশ্যই আমাদের নিয়ম অনুযায়ী ট্রেনিং + অনুশীলন করতে হবে
  • ট্রেনিং সম্পূর্ণ মেয়াদে শেষ করতে হবে
  • ক্লাস সপ্তাহে ৩ দিন এবং অফলাইন অনলাইন দুই মাধ্যমেই হতে পারে
  • ক্লাসের সময় ব্যাচের সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে

বোনাসঃ

স্কিলসেট পুরোপুরি জবের জন্য রেডি না হওয়া পর্যন্ত আমাদের তত্ত্বাবধানে অনুশীলন চালিয়ে যেতে পারবেন।

ট্রেনিংয়ের কোর্স সমূহ নিম্নরূপ: (নিজের পছন্দমত যেকোনো একটি কোর্স বেছে নিন)

  • ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
  • মোবাইল এপ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
  • গ্রাফিক্স ডিজাইন (UX/UI)
  • ডিজিটাল মার্কেটিং
 

ভর্তি প্রক্রিয়াঃ

  • কোর্স ফিঃ ২৫,০০০/- (ফি মাসিক কিস্তিতে দেয়া যাবে)
  • আবেদনের শেষ তারিখঃ ৩১ শে জুলাই, ২০২৩
  • অরিয়েন্টেশন ক্লাসঃ ১ লা আগস্ট, ২০২৩

ভর্তির আবেদন লিঙ্কঃ https://lnkd.in/gR6NGBfn

সরাসরি আমাদের অফিসে এসেও ভর্তি হওয়া যাবে। অফিস সময় সকাল ১০টা - সন্ধ্যা ৭টা (রবি- বৃহস্পতি)।

----------------------------

অন্যান্য যেকোনো রেগুলার কোর্স বিষয়ে জানতে এবং ভর্তি হতে আমাদের অফিসে যোগাযোগ করুন।

নোটঃ রেগুলার কোর্স

  • উপরোল্লেখিত যে কোনো কোর্সে ট্রেনিং করা যাবে
  • এই কোর্সগুলোর ট্রেনিং সময়কাল ৩ মাস
  • কোর্স ফিঃ ১০,০০০/- (ফি মাসিক কিস্তিতে দেয়া যাবে)

নোটঃ স্পেশালাইজড কোর্স

    কোর্স সমূহ নিম্নরূপঃ
  • Web Development with Ruby on Rails
  • Web Development with Python Django
  • Web Development with MERN Stack
  • Web Development with MEAN Stack
  • JAMStack Development
  • Web Development with React + Next.js
  • Web Development with Angular + Nest.js
  • Web Development with Vue + Nuxt.js

  • এইসব কোর্সের ট্রেনিং সময়কাল ৩-৬ মাস হতে পারে
  • উপরোল্লেখিত যে কোনো কোর্সে ট্রেনিং করা যাবে

প্রফেশনাল ট্রেনিং নিয়ে স্কিলড হয়ে নিজের শক্তিশালী ক্যারিয়ার গড়ুন।

ট্রেনিং কোর্সসমূহ প্রফেশনাল ট্রেইনারদ্বারা পরিচালিত হবে।

আমাদের সকল ট্রেইনার সিলেটের জিন্দাবাজারে অবস্থিত সফটওয়ার কোম্পানি Salah Software - এ কর্মরত।

-----------------------------

শুভকামনায়ঃ আইটি ট্রেনিং ফর ইউ, সিলেট (IT Training 4U, Sylhet) মোবাইল- ০১৭০৩৯৫১৭৩৭

Recent Seminars

Awards and Participations

প্রফেশনাল ট্রেনিং - বেসিক এন্ড অ্যাডভান্সড কোর্সে ভর্তি চলছে!!!

প্রফেশনাল ট্রেনিং নিন আর ফ্রিলান্সিং, আউটসোর্সিং, রিমোট জব  বা দেশের ভেতর  ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ট্র্যাকে নিজের শক্তিশালী ক্যারিয়ার গড়ুন। প্রফেশনাল ওয়েব, মোবাইল, ই-কমার্স অ্যাপ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ট্রেনিং - বেসিক এন্ড অ্যাডভান্সড কোর্সে ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

 

ক্লাস শুরু -  ১ লা আগস্ট , ২০২৩। প্রতি কোর্সে সর্বোচ্চ ৬ জন করে নেয়া হবে।

আপনার যদি ইনফর্মেশন টেকনোলজির যেকোন বিষয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে তবে আর সময় ক্ষেপন না করে এর পেছনে লেগে পড়ুন। ইনফর্মেশন টেকনোলজিতে আপনার ক্যারিয়ার কে গড়ে দিতে আমরা আন্তর্জাতিক মানের প্রফেশনাল ট্রেনিং প্রদান করতে বদ্দ পরিকর।

it training video

IT Training 4U - এ ট্রেনিং এর সুবিধাসমূহঃ

  • আন্তর্জাতিক মানের ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রফেশনাল ট্রেনিং।
  • প্রাক্টিকাল ওরিয়েন্টেড ট্রেনিং।
  • ট্রেনিং ক্লাসগুলো অনেক সময় করে নেয়া হয় যাতে করে ক্লাসেই ভালো করে শিখানো হয়ে যায়।
  • কোর্সে ক্লাসের সংখ্যা বলতে কিছু নেই। কোর্সের ট্রেনিদের উপর ভিত্তি করে এবং সবার সাথে কথা বলে ক্লাস এবং ক্লাসের সময় নির্ধারন করা হয়।
  • সারাদিন অফিসে বসে প্র্যাকটিস করার সুবিধা ( অফিস টাইমের ভেতর )।
  • অফিস থেকে ফ্রি স্নাক্স দেয়া হয় যাতে করে ট্রেনিই সবসময় নিজেকে মনোযোগী রাখতে পারে।
  • সকল ট্রেনিদের লিডারশীপ স্কিল বাড়ানোতে সহযোগিতা করা হয়।
  • ক্যারিয়ার কাউন্সেলিং এ সহযোগিতা করা হয়।
  • ট্রেনিং শেষে-
    • সার্টিফিকেট প্রদান করা হয়।
    • নির্বাচিতদের আমাদের অঙ্গ প্রতিষ্ঠান Salah Software -এ চাকুরীর সুযোগ।
    • স্বনামধন্য অন্যান্য প্রতিষ্ঠানে চাকুরীতে সহযোগীতা করা হয়।
    • রিমোট জবে ক্যারিয়ার গড়তে সহযোগীতা করা হয়।
it training class

অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা পরিচালিত

আপনার স্কিল কে প্রফেশনাল লেভেলে উন্নীত করতে IT Training 4U আপনাকে সবধরণের সুযোগ সুবিধা প্রদান করে যা ব্যাবহার করে আপনি আপনার ক্যারিয়ার এবং এর পাশাপাশি টেকনোলজি কে এগিয়ে নিতে ভূমিকা রাখতে সচেষ্ট হবেন।

Our Testimonials

nick qoute

Asia Khanom

IT Training 4U, is a well organized trustworthy IT based organisation with IT professionals. They help a people to fit the best position in IT sector with their proper guideline and best dedication to work. It is a mile stone to me. I wish all the best for 'IT Training 4U'.

nick qoute

Shumon Uddin

You may know how to drive, but you need someone to show you where to drive. so thats what "IT Training 4U" is. there are lots of resources in the Internet, but you need proper guidance. I came to USA last year, & could not find any better job, I was working in a factory. I went back to Bangladesh for few months and did web development course there. Tareq vai, Shabbir vai, Alam vai they were so helpful, now I am working as web developer in EZ Metrology, MI, USA. I am grateful to them.

nick qoute

Quresha Qurratul Ain

Higher education enriched our knowledge, but professional training enriched our job skills. if you want be success in our professional carrier than you have to be skilled in professional level. That's why so-called educational system in our country is not enough for enrich our professional skill to be best in profession. you have to be well trained in profesional skill for a successful career. that's why i have to admire it that "IT Training 4U" Sylhet is the best reputed and trusted institution of freelancing, proffesional training and IT training. The trainers are experienced, knowledgeable and very helpful. And the environment of this institute is very comfortable and reliable. In my view this institution is one of the best IT training in Sylhet.

nick qoute

Sakib Ahmed

আমি সাকিব আহমেদ, গত এপ্রিল মাস থেকে "IT Training 4U" Institute -তে Web Developing কোর্সে ভর্তি হই। এই প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়ার পেছনে মূল কারণ ছিল আমার র্দীঘ দিনের Web Developing কাজটি শেখার আগ্রহ এবং সিলেট শহরে এটিই একমাত্র সরাসরি Web Developing কাজের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান। যেখানে ছাত্র-ছাত্রীদের অত্যন্ত দক্ষ ট্রেইনারদের মাধ্যমে প্র্যাক্টিকালি প্রতিটি বিষয় এবং প্রোগ্রাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া হয়। পাশাপাশি রয়েছে প্রতিটি কাজের জন্য বিস্তারিত আলোচনা ও প্রতিদিনের Problem Solution। এছাড়াও কোর্স শেষে রয়েছে বাছাইকৃত শিক্ষার্থীদের জন্য ইর্ন্টানীশিপের ব্যবস্থা যেখানে live project -এ কাজ করার মাধ্যমে নিজেকে আরো দক্ষ করে তোলা সম্ভব হয়। প্রতিষ্ঠানটিতে আরোও রয়েছে আধুনিক ল্যাব এবং সুসজ্জিত শিখন পরিবেশ। সর্বপরি বর্তমান আধুনিক প্রতিযোগীতামূলক বাজারে ভবিষ্যতের একজন দক্ষ Web Developer হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য "IT Training 4U" Institute এর বিকল্প নেই।

nick qoute

Abu Sufian

পরিবর্তন মানুষের জীবনে প্রয়োজন। তবে তা হতে তবে সঠিক পরিবর্তন। আর সে জন্য প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। আমার জীবনের সফলতার সঠিক নির্দেশক সিলেট আইটি ট্রেনিং ফর ইউ। স্যারদের অক্লান্ত পরিশ্রমে আজ আমি সালেহ সফটওয়্যার সলিউশন এ ইন্টার্নি করছি। সালেহ সফটওয়্যার সলিউশন এ ইন্টার্নি করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

nick qoute

Sushmita Das

When I came here for IT training, I didn't think that the teachers would be so helpful and friendly. Actually they treat us like their younger brother and sister and always motivate us. After coming here I have known what I should do for my career. Thanks a lot to all the respected teachers and salah software solution. This the best training center I have ever seen.

nick qoute

Azizul Alam

There are many it training center in Sylhet. IT Training 4u center is the best one of them.The teachers of this institutions are very experienced, polite, gentle and helpful. Personally I like this center.